Last Updated: Monday, July 8, 2013, 21:29
পঞ্চায়েতে যে সব আসনে তাদের কোনও প্রার্থী নেই, সেই আসনগুলিতে তৃণমূলকে বাদ দিয়ে অন্য দলকে ভোট দেওয়ার ডাক দিল কংগ্রেস। এআইসিসি-র পর্যবেক্ষক সি পি যোশির উপস্থিতিতে এমনই সিদ্ধান্তে পৌঁছেছে দল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে রাহুল গান্ধী ঘনিষ্ঠ যোশিও বুঝিয়ে দিয়েছেন, আগামী দিনে রাজ্যে এই পথেই হাঁটতে চায় কংগ্রেস।